ভস্মীভূত নিঃশেষ

হৃদস্পন্দন, নিস্তবতব্ধতা আগলে নিচ্ছে।
চন্দ্রমা, দুর্ভেদ্য মেঘের প্রহরী হয়ে আছে।
কুহেলী দৃষ্টিসীমাকে বাধাগ্রস্ত করছে না।
সূর্যও আজ নত হচ্ছে না।
কিচিরমিচির, সে যেন কার সঙ্গীত?
কার ভালোবাসা কল্পনার অতীত?
তোদের অমৃত-হিয়ায় আমি আজ মৃত।
কর না আমায় আর একটি বার বিধৃত।
অবিনশ্বর হয়ে রবে দেখিস
—নশ্বর ভুবন; যা তোর অজানা।

জনপ্রিয় পোস্টসমূহ