নিশীথের নিস্তব্ধতা

এভাবে যাবে কত দিন, যাবে কত রাত!
রবি-ছাড়া এ অন্ধকার গৃহের 
কেটে গেল যে নিস্তব্ধতা।
এসে পড়ল যে বিরাগ।

বলো না, এ কেমন কুক্ষণ!
আঁধারপ্রিয় ভ্যাম্পায়ারটিকেও আজ
–অরুনের আলোকে গিলছে হুতাশন।
ঠাঁই দিচ্ছে না তার প্রিয় আবাসন।

বলো না, কেন এমন করলো বিধাতা!
তমসাচ্ছন্ন অ্যামাজনেও আজ
–এলো কুটুমরুপী আলোকচ্ছটা।
শুষ্কতা ডেকে নিচ্ছে নির্জীবতা।

তারা তো নিশায় আকুল।
তাদের আসক্তি, সে তো চন্দ্রমায়;
চন্দ্রমার এই সাদাকালো ধরায়,
নিশীথের নিশ্চুপ স্তব্ধতায়।

জনপ্রিয় পোস্টসমূহ