ফুল
ফুল তুমি ঝরে পড়।
প্রবাহীতে ভেসে যাও।
মানবের তরে সৌন্দর্য চড়াও।
কারো মুখে ফুটে ওঠ।
তোমার হোলি খেলায় রঙিন কর।
তোমার কাঁটায় বিদ্ধ কর,
তবে লুপ্ত হয়ো না।
তোমায় ছাড়া পৃথিবী মলিন।
মানব মুখ সৌন্দর্য বিহীন।
চারিদিক সাদাকালো
–যেন সব রং বিলীন।
তুমি আজ ফুটো কিবা হাজার রজনি পরে,
তোমার তরে সকলে জপে প্রাণধারণের গান।
তুমি কোনো একদিন জেগে উঠে,
ফিরিয়ে দিবে সকলের প্রাণ।