তাহলে সে
আমি চাই সে আমায় ভালোবাসুক।
চিরদিনের সঙ্গী না হলেও,
কিছু দিনের সঙ্গী হোক।
মাঝেমাঝে নিস্তব্ধ হয়ে,
আমায় নিয়ে ভাবুক।
আমার চিন্তার কারণ হোক।
আমি চাই রাস্তায় হাঁটতে-হাঁটতে, সে
আমায় তার স্নিগ্ধ দৃষ্টিতে বিভোর করে
মনের কথা বলুক–
একান্ত বিরলে।
আমি চাই সে আমার হাতকে
তার হাতের মাঝে বিদ্ধ করে,
অবোধ্য জগৎটাকে বোধ্য করাক।
আমি চাই সে আমায় ভালোবাসুক।