দিব্যাঙ্গনা
মনে হয় —
শুনিয়া তুমি অনুরাগের বাণী,
কেমন যেন হয়ে পড়ো অপ্রভিত।
অনিমেষ সেই নয়নের
চাহনি
জানান দেয় সোল্লাস।
সত্য —
কুসুমকোমল আত্মাবাহী তুমি;
যাহা ধী–এর আলোকোজ্জলে
হয় না প্রচ্ছন্ন।
একসাথে হাটা পন্থখানি
জানান দেয় আভাস।
ভাবি —
শুভ্রনীলাম্বর-এ
অঙ্কিত হয়
যদি সাশ্রুসজল কৃষ্ণ নয়ন।
তবে উর্ধ্বগগনের তিমির কৃষ্ণগহ্বর
গিলে নিবে এই ভুবন।
পুনরপি —
তোমার মেহেদী রাঙানো নির্জীবতা
আর অনাড়ম্বর ফুলেল হাসি–
সৃষ্টি করে
বাক্যহীন এক রহস্যময়ী।
তুমি কি জানো, হে! দিব্যাঙ্গনা,
কোথায় এই ভুবনের আসক্তি?