একাগ্রতার কলতান

উড়ে আসে তার পাখি;
অপেক্ষায় থাকি,
কখন তার পাখার শব্দে 
মুখে ফুটবে হাসি।

সর্বসময়–সর্বদা,
হতাশা বা বিষন্নতা, 
সবই হয় ম্লান
তার পাখির মৃদু আহ্বান।

থাকিবো জাগ্রত
হাজারও এক রজনী
থেকো তুমি একাগ্র।

জনপ্রিয় পোস্টসমূহ