আমি তাকে অনুভব করি
অনেক কিছু আছে, যা না পেয়েও হারানো যায়। এখানে না পাওয়াটা সৌভাগ্য। কিন্তু হারানোটা দুর্ভাগ্য। এই প্রকৃতি তোমার সাথে হাত মেলাবে না ; তোমাকে নিত্য তার দয়ার বশীভূত হয়ে পিঞ্জরবদ্ধ হতে হবেই। তবে তুমি যাকে হারিয়েছ, তার জন্য ভীত হইও না। আসক্তিকে চিরতরঙ্গিত করো–যেনো তার তরঙ্গ ছড়িয়ে পড়ে মহাশূন্যে। আর সেই তরঙ্গের জাল দিয়ে তাকে অনুভব করো/'আমি তাকে অনুভব করি'। অজ্ঞেয় কোনো এক ব্রহ্মাণ্ডে।